শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Afghanistan vs England Champions Trophy 2025: Afghanistan wins against England

খেলা | ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি ছিটকে দিল ইংল্যান্ডকে, অবিশ্বাস্য জয় আফগানিস্তানের

KM | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৮Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: অবিশ্বাস্য আফগানিস্তান। প্রথম ব্যাট করে ইব্রাহিম জাদরানের রেকর্ড। পরে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন রশিদ খানরা। 

আফগানিস্তানের ৩২৫ রান তাড়া করতে নেমে জো রুট ১২০ রানের ইনিংস খেললেন। তবুও পারলেন না ইংল্যান্ডকে বাঁচাতে। দুটো ম্যাচ হেরে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেল। আফগানিস্তানের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। শেষ চারে যাওয়ার আশা বেঁচে রয়েছে আফগানদের। আফগানিস্তানের জয়ের নায়ক ইব্রাহিম জাদরান। 

একবছরের কাছাকাছি সময় ওয়ানডে ক্রিকেট খেলেননি। দিনকয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা গিয়েছিল ইব্রাহিম জাদরানের। সেপ্টেম্বরে অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতালে তিনি শুয়ে রয়েছেন সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। দুরন্ত ইনিংস খেলার পরে আফগানিস্তানের তারকা ক্রিকেটার ইব্রাহিম জাদরান বলছেন, অস্ত্রোপচারের সাত মাস পরে মাঠে ফেরা কঠিন।

এহেন জাদরান ইতিহাস গড়লেন। আফগান তারকা  ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেললেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। জাদরানের জন্যই আফগানিস্তান ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ৩২৫ রান করে। অসম্ভবকে সম্ভব করলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান ম্যাচ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে জাদরানের জাদু দেখা গেল। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়েছিলেন বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাকেটের ১৬৫ রানের রেকর্ডটি টিকল না এক সপ্তাহও। ওয়ানডেতে আফগানিস্তানের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬২ রান ছাপিয়ে এবার ১৭৭ করলেন জাদরান। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে উইকেটের একদিক ধরে রাখেন আফগান তারকা। ধসের মুখে জাদরান একা টানলেন আফগানিস্তানকে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাগিসো রাবাদার বলে ১৭ রানে ফিরে যান জাদরান। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আফগান তারকা ধরা দিলেন অন্য অবতারে। ৬৫ বলে হাফ সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান। ততক্ষণে অবশ্য আফগানিস্তান হারিয়েছে রাহমানুল্লা গুরবাজ, সেদিকুল্লাহ অটল এবং রহমত শাহের উইকেট। এই তিন ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি। ৩ উইকেটে ৩৭ থেকে জাদরান ও হাশমাতুল্লা শাহিদি ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। 

৩৭-তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করেন জাদরান। তার আগে অবশ্য আদিল রাশিদের বলে ঠকে যান হাশমাতুল্লা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেননি জাদরান।  গোড়ালির চোটে ভোগা ইব্রাহিম জাদরানের অস্ত্রোপচার হয় সেপ্টেম্বরে। সেই জাদরান মাঠের আনাচকানাচে বল পাঠালেন। সিংহভাগ রান করলেন তিনি। মহম্মদ নবি ২৪ বলে ৪০ রানের ইনিংস খেললেন। কিন্তু সব আলো শুষে নিয়ে গেলেন একা জাদরান। এদিন বেন ডাকেটকেও ছাপিয়ে গেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ডাকেট খেলেছিলেন ১৬৫ রানের ইনিংস। এদিন জাদরান ১৭৭ রান করে ইতিহাস বইয়ের পাতায় নাম তুলে ফেললেন।  

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ফিল সল্ট (১২), জ্যামি স্মিথ (৯) দ্রুত ফিরে গেলেও অপর ওপেনার বেন ডাকেট ৩৮ রান করেন। জো রুট ১২০ রানের অনবদ্য ইনিংস খেললেও ইংল্যান্ডকে জেতাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ইংরেজদের দরকার ছিল ১৩ রান। আজমাতুল্লার ওভারে মাত্র ৪ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। পঞ্চম বলে আদিল রাশিদকে ফিরিয়ে দিয়ে আফগানিস্তানকে জয়ে এনে দেন আজমাত।  

 


AfghanistanvsEngland2025ICC_ChampionsTrophy

নানান খবর

নানান খবর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

সোশ্যাল মিডিয়া